জুলাইয়ের মাঝামাঝি সময়ে ‘জুলাই সনদ’ প্রনয়ণ, প্রত্যাশা আলী রীয়াজের

Published : ১৩:০৩, ৩ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সকলের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ প্রনয়ণের প্রত্যাশা করি৷ রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি স্বিদ্ধান্তে উপনীত হতে পারব৷ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এসময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা সমবেত হয়েছি৷ যে রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়৷ আর যেন কেউ গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনকে জনগণের সাফল্য উল্লেখ করে কমিশনের সহ-সভাপতি আরও বলেন, এ সাফল্যকে সুরক্ষিত করতে হবে। সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এই সুরক্ষা নিশ্চিত করতে হবে। আলোচনায় নির্বাচনি এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এই তিনটি বিষয়ে আলোচনা হওয়ার ক্ষমতা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ২৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আজ রাজনৈতিক দলগুলোর সাথে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং উচ্চ কক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়৷ আলোচনা শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।