সূচকের ঊর্ধ্বমুখী ধারায় বিনিয়োগকারীদের আশাবাদ

Published : ১৭:৪৩, ৩ জুলাই ২০২৫
চলতি সপ্তাহে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরিয়ে আনছে মঙ্গলবার ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ থাকলেও বাকি চার কর্মদিবসের মধ্যে তিন দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ঊর্ধ্বমুখী এই প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি এনেছে
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকে সামান্য এক পয়েন্টের পতন দেখা গেলেও পরবর্তী দিনগুলোতে সূচক ছিল ঊর্ধ্বমুখী
রোববার সূচক বৃদ্ধি পায় প্রায় সাত পয়েন্ট
বুধবার বৃদ্ধি পায় প্রায় সাতাশ পয়েন্ট
বৃহস্পতিবার সূচক আরও প্রায় ঊনত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার আটশো চুরানব্বই পয়েন্টে
সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক চার হাজার আটশো বত্রিশ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়ায় চার হাজার আটশো চুরানব্বই পয়েন্টে
লেনদেনেও দেখা গেছে ইতিবাচক প্রবণতা
রোববার ডিএসইতে লেনদেন হয় চারশো চুরানব্বই কোটি টাকা
সোমবার তা কিছুটা কমে দাঁড়ায় চারশো চৌষট্টি কোটি টাকায়
বুধবার তা আবার বেড়ে দাঁড়ায় চারশো ঊনআশি কোটি টাকায়
বৃহস্পতিবার লেনদেন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচশো ছয় কোটি টাকায়
বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আটাশ দশমিক সাত তিন পয়েন্ট দাঁড়িয়েছে চার হাজার আটশো চুরানব্বই দশমিক শূন্য ছয় পয়েন্টে
শরীয়াহ সূচক ডিএসইএস কমেছে শূন্য দশমিক তিন নয় পয়েন্ট বর্তমানে অবস্থান করছে এক হাজার পঁঁইষট্টি দশমিক তিন নয় পয়েন্টে
ব্লু চিপ সূচক ডিএসই ত্রিশ বেড়েছে আঠারো দশমিক চার দুই পয়েন্ট দাঁড়িয়েছে এক হাজার আটশো ছত্রিশ দশমিক এক এক পয়েন্টে
ডিএসইতে আজ মোট তিনশো সাতানব্বইটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এর মধ্যে দর বেড়েছে একশো চুয়ান্নটি কোম্পানির দর কমেছে একশো একাশি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে বাষট্টিটি কোম্পানির
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার ছয়শো আটাশ দশমিক চার চার পয়েন্ট যা আগের দিনের তুলনায় প্রায় একশো পয়েন্ট বেশি আজ সিএসইতে লেনদেন হয়েছে একুশ কোটি টাকার আগের দিন লেনদেন হয়েছিল তিপ্পান্ন কোটি টাকার
সিএসইতে আজ মোট দুইশ পাঁচটি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে একশো সতেরটি কমেছে পঞ্চান্নটি এবং অপরিবর্তিত রয়েছে তেইশটি
বিশ্লেষকরা মনে করছেন ধারাবাহিক সূচক বৃদ্ধি ও লেনদেন বাড়ার এ প্রবণতা দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক সময়ের ধস কাটিয়ে বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে সেটার প্রতিফলন দেখা যাচ্ছে চলমান ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে এবং বাজারের স্থিতিশীলতা সুদৃঢ় হবে
BD/Sk