ইসরায়েলে আবারও মিসাইল হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্

ইসরায়েলে আবারও মিসাইল হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্

TheBusinessDaily

Published : ১৪:০৫, ২ জুলাই ২০২৫

ইসরায়েলে আবারও মিসাইল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার জেরুজালেমের আকাশে সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করে। ঘটনাটি নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যা সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি তাদের। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে হুতি গোষ্ঠী নিয়মিতভাবে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। আইডিএফ জানিয়েছে, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে।

ইসরায়েলও পাল্টা ব্যবস্থা হিসেবে কয়েকবার ইয়েমেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। সর্বশেষ হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইয়েমেনের ভাগ্যও হবে তেহরানের মতো। কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। তার ভাষায়, যারা ইসরায়েলের দিকে হাত বাড়াবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, আগ্রাসন অব্যাহত থাকলে ইয়েমেনের বিরুদ্ধে নৌ ও বিমান পথ অবরোধ করার পরিকল্পনাও রয়েছে। গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় চালানো ১২ দিনের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন।

বর্তমানে পুরো পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে।

শেয়ার করুনঃ
Advertisement