ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ইতালিতে

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির  অভিষেক অনুষ্ঠিত ইতালিতে

The Business Daily

Published : ০২:৫৮, ২৪ জুলাই ২০২৫

 বাংলাদেশি গণমাধ্যমের ইউরোপিয়ান প্রতিনিধিদের সংগঠন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইবিজএ) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ এপ্রিল) ইতালির পর্যটন নগর ভিসেন্সা শহরে বর্ণাঢ্য আয়োজনে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, সিনিয়র করেসপন্ডেন্ট, জার্মানি)।

সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি) এবং মিসেস লিমা আফরোজ। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন প্রখ্যাত সাংবাদিক ও ভয়েস বাংলা সম্পাদক মোস্তফা ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেন্সার স্থানীয় মেয়র সিলভিউ পারিসে। তিনি তাঁর বক্তব্যে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং সাংস্কৃতিক সংযোগকে তুলে ধরার জন্য বাংলা গণমাধ্যমকে ধন্যবাদ জানান এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।

 নবনির্বাচিত কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন: সভাপতি: হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, জার্মানি) সিনিয়র সহ-সভাপতি: এনায়েত হোসেন সোহেল (আইঅনটিভি ইউকে, ফ্রান্স) সহ-সভাপতি: শাহীন খলিল কাউছার (জিটিভি, ইতালি সাধারণ সম্পাদক: এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি) যুগ্ম সম্পাদক: জহিরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর, গ্রিস ও সম্পাদক, দ্য ইকোনমিস্ট২৪ডটকম) এ ছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন:প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (অস্ট্রিয়া) উপদেষ্টা: ড. সফিকুল ইসলাম (জার্মানি) এবং সৈয়দ কামরুল সারোয়ার সাংস্কৃতিক আয়োজন: আলোচনা পর্বের শেষে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন ভিসেন্সা, ভেনিস ও মিলানের স্থানীয় শিল্পীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন চ্যানেল আই-এর সেরাকণ্ঠ তারকা জেসা এবং জার্মানির জনপ্রিয় ব্যান্ড দলের সদস্যরা। 

উপস্থিতির বিবরণ: অনুষ্ঠানে ইবিজএ সদস্যদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউরোপে বাংলা গণমাধ্যমের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বারোপ করা হয় এবং একে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপসংহার: ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী সাংবাদিকদের এই সংগঠনটি বাংলা গণমাধ্যমের বিকাশ ও প্রবাসী কমিউনিটির স্বার্থরক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কমিটির অভিষেকের মধ্য দিয়ে ইবিজএ আরও সুসংগঠিত ও গতিশীলভাবে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ
Advertisement