জাতীয় ঐকমত্যে আলোচনা ছাড়া খসড়া প্রকাশ সঠিক নয়: এনসিপি’র জাবেদ রাসিন

Published : ২০:১১, ২৯ জুলাই ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, আলোচনার ধারাবাহিকতা বজায় না রেখেই জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই সনদের’ খসড়া প্রকাশ করেছে। দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, "কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হয়নি। আলোচনার মূল কাঠামো নিয়েই আলোচনা অসম্পূর্ণ, অথচ খসড়া প্রকাশ—এটা সঠিক কাজ নয়। আমরা তীব্রভাবে এর বিরোধিতা করছি।"
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য সংলাপের ২১তম দিনের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে এনসিপি। এ ছাড়া ‘র্যাঙ্ক চয়েস’ পদ্ধতিতে সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাবে এনসিপিসহ প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি ও কিছু সহযোগী দল এতে একমত হয়নি বলে জানান জাবেদ রাসিন।
তিনি বলেন, “যেসব মৌলিক সংস্কার ছাড়া ‘ফ্যাসিবাদী কাঠামো’ দূর করা সম্ভব নয়, সেগুলোর বাস্তবায়ন না হলে জুলাই সনদে স্বাক্ষর দেওয়া হবে কি না, তা দলের অভ্যন্তরে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
BD/S