চবি পরিস্থিতি: সন্ত্রাসীদের ছাড় নয়, কড়া নির্দেশনায় সরকার

চবি পরিস্থিতি: সন্ত্রাসীদের ছাড় নয়, কড়া নির্দেশনায় সরকার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০১, ৩১ আগস্ট ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরকারের তৎপরতা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার শুরু থেকেই সক্রিয় রয়েছে। স্থানীয়দের বাধার কারণে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমদিকে দ্রুত প্রবেশ করতে না পারলেও পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ফোর্স।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ।

তিনি আরও জানান, চবি ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করে জানা গেছে—সংঘাত এখনো পুরোপুরি থামেনি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্পষ্ট বার্তা দেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement