ফেক আইডি থেকে এআই-জেনারেটেড অডিও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

Published : ১৩:৩৩, ৩০ আগস্ট ২০২৫
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে ফেসবুকে) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কণ্ঠস্বর ব্যবহার করে একটি ভুয়া বা এআই-নির্ভর অডিও রেকর্ড ছড়িয়ে দেওয়া হয়েছে।
প্রকৃতপক্ষে সেটি স্বরাষ্ট্র উপদেষ্টার আসল কণ্ঠ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি অথবা অন্য কোনো বিকৃত পদ্ধতিতে তৈরি কণ্ঠস্বর। যাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকৃত কণ্ঠস্বর সম্পর্কে অবগত, তাঁরা সহজেই বুঝতে পারবেন—এটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।
'ইসমাইল চৌধুরী সম্রাট' নামের ভুয়া ফেসবুক আইডি সহ একাধিক আইডি থেকে ২৫ সেকেন্ডের ওই অডিওটি ছড়ানো হয়। সেখানে ভুয়া কণ্ঠে দাবি করা হয়েছে, ভিপি নুরকে ঘিরে অজ্ঞাত এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এমন ভুয়া অডিও প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি সমাজে গুজব ছড়ানো হচ্ছে, যা আইনের পরিপন্থি এবং জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এর মাধ্যমে সাধারণ মানুষ আসল তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসাথে জানানো হয়েছে, যারা এ ধরনের ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচারে জড়িত, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়েছে—ভুয়া কনটেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে জড়ালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
BD/AN