ফোন নয়, সরাসরি দেখা করতে বললেন নাসির উদ্দিন

Published : ২০:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে আলোচনায় যান না। এর পরিবর্তে তিনি সরাসরি দেখা করার কিংবা লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “ফোনে কথা বললে কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আমি সচেতনভাবে ফোনে আলোচনা এড়িয়ে চলি। এ কারণে অনেকে মনে করেন আমি কারও সঙ্গে ফোনে কথা বলি না। কিন্তু তা নয়। আপনারা সরাসরি আমার সঙ্গে দেখা করে আলোচনা করতে পারেন। আমার দরজা সবসময় খোলা।”
তিনি আরও বলেন, প্রয়োজনে লিখিত প্রস্তাব দেওয়া যেতে পারে। তবে ফোনে কোনো আলোচনায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এআই প্রযুক্তি নিয়েও তারা সচেতন এবং তা মোকাবিলায় নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে কাজ করছে।
নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা চাই এমন একটি নির্বাচন আয়োজন করতে, যা সবার কাছে দৃশ্যমানভাবে স্বচ্ছ হবে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবো, আবার দেশীয় পর্যবেক্ষকদেরও যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।”
তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের দেওয়া পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, “অতীতের মতো এবার হবে না। আমরা আবারও ফিরিয়ে আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব কেবল আপনাদের সহযোগিতার মাধ্যমে।”
সংলাপে তিনি আরও বলেন, “মানুষকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করুন। আমরা নিরপেক্ষ, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। সবার সহযোগিতায় এ নির্বাচন হবে সুষ্ঠু। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা যেকোনো সময় প্রস্তাব দিতে পারেন, আমরা তা বিবেচনা করব।”
বিডি/এএন