৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে ২ লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে

৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে ২ লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে ছবি: বিজনেস ডেইলি

ডেস্ক রিপোর্ট

Published : ২২:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সনাতন ধর্মাবলম্বী প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তায় সারাদেশে দুই লক্ষাধিক আনসার- ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি এখন থেকে আনসার-ভিডিপির ৬০ লক্ষ সদস্যের কার্যক্রম ডিজিটাল সিস্টেমে মনিটরিং করা হবে, যাতে কোনো অনিয়মের সুযোগ না থাকে।

এছাড়া যানবাহনও জিপিআরএস প্রযুক্তির আওতায় আনা হচ্ছে। রবিবার দুর্গা পূজামণ্ডপের নিরাপত্তা বিষয়ে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনের শুরুতে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আনসার-ভিডিপির মহাপরিচালক বলেন, দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই লক্ষাধিক প্রশিক্ষিত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বছর প্রশিক্ষিত তরুণ সদস্যদের পূজা মণ্ডপে দায়িত্ব প্রদান করা হয়েছে, যাতে তারা উদ্যম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে। দেশে এবার প্রথমবারের মতো ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ চালু করা হয়েছে বলে জানান আনসার -ভিডিপির ডিজি।

এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত সদস্যরা তাৎক্ষণিকভাবে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির প্রতিবেদন সদর দপ্তরে প্রেরণ করতে পারবে। পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির কার্যক্রম বিষয়ে তিনি বলেন, পূজায় তিনটি ক্যাটাগরিতে আনসার-ভিডিপি মোতায়েন হয়েছে।

ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। আর গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে থাকবেন ৬ জন করে। সব বাহিনীর সমন্বয়ে এবার শান্তিপূর্ণ উৎসবমুখর দুর্গাপূজা উদযাপন হবে।  তিনি আরও জানান, পুলিশের বিশেষ শাখা এসবির তথ্যমতে ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপের মধ্যে ৭ হাজার ৫৪টি ঝুঁকিপূর্ণ।

গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ১০ হাজার ৯৭২টি এবং ১৩ হাজার ৫৫০ পূজামণ্ডপ সাধারণ। অপরদিকে ২৮ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত  কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন , চলতি বছর সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি। এটা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি।

পূজার নিরাপত্তার স্বার্থে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা দুই অক্টোবর পর্যন্ত মোট নয় দিন এ দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে প্রায় এক লক্ষ সেনা সদস্য নিয়োজিত থাকবে। সারাদেশে প্রায় ২৪টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে বিজিবির ৪৩০ প্লাটুন কাজ করছে।

এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। এছাড়া নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের এনটিএমসির অ্যাপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে্ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে।

পূজায় সারাদেশে ৭০ হাজারের মতো পুলিশ সদস্য কাজ করছেন।  উপদেষ্টা আরও বলেন, ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement