হাসপাতালে ২৪ ঘণ্টায় সাপে কাটা ৬জন রোগী ভর্তি

হাসপাতালে ২৪ ঘণ্টায় সাপে কাটা ৬জন রোগী ভর্তি ছবি: বিজনেস ডেইলি

রংপুর প্রতিনিধি

Published : ২১:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ৬জন রোগী ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপটি ধরে সাথে নিয়ে হাসপাতালে চলে আসে।

জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চারোল ইউনিয়নের মইনুল ইসলাম সাপ নিয়ে হাসপাতালে চলে আসেন। গত শনিবার দুপুরে উঠানে কাজ করার সময় তাঁর পায়ে কামড় দেয় সাপটি। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেন। এক দিনের চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ রয়েছে।

মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা মইনুল ইসলাম বলেন, প্রথমে ভয় পেয়েছিলাম। তবে বুঝে গিয়েছিলাম, হাসপাতালে না গেলে জীবন বাঁচানো মুশকিল। সাপটিকেও নিয়ে গিয়েছিলাম, যেন ডাক্তাররা সহজে বুঝতে পারেন, কোন সাপ কামড়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার বিকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম ফুয়াদ বলেন, জেলাজুড়ে সাপের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে।

তাঁদের মধ্যে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার রোগী রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ভর্তি হন। বর্ষা ও শরৎকালে এ সংখ্যা দ্বিগুণ হয়। সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেন তিনি। ঝাড়ফুঁক করলে জীবনহানির ঝুঁকি বেড়ে যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement