স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দুর্গাপূজার ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনাটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটি অপচেষ্টা। ইতোমধ্যে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমায় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে ঘটনা ঘটেছে, আমাদের এখানকার অসুরের মুখে দাড়ি লাগানোর বিষয়টির সঙ্গে সেই ঘটনার যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা, গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি ও পূজামণ্ডপ পরিচালনা কমিটিগুলোর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “কিছু ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা ধর্মীয় বিভেদ সৃষ্টি এবং সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর জন্য কয়েকটি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর অপচেষ্টা চালায়। এ ঘটনায় কিছু বুদ্ধিজীবীও তাদের ইন্ধন দিয়েছেন।”
সবশেষে তিনি বলেন, “সামাজিক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র সরকার কঠোর হাতে দমন করবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা রক্ষায় সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”