গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ০০:০৮, ৬ অক্টোবর ২০২৫

গাইবান্ধায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ‎নিহত আব্দুল আজিজ সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।

আজ ৫ অক্টোবর রবিবার দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিগলকান্দি গ্রামে এঘটনা ঘটে।

এলাকাবাসী বলেন, আব্দুল আজিজ সকালে নিজ বাড়ির পাশে জমিতে কাজে ছিলেন। এসয়য় বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির সময় বজ্রপাত হলে আব্দুল আজিজ মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হলদিয়া ইউপি সদস্য রেজাউল করিম বলেন, নিহত আব্দুল আজিজের দুই ছেলে ও এক মেয়েসহ তিন শিশু সন্তান রয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement