কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবি

কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৪, ৫ অক্টোবর ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শুক্রবার (তারিখ) এক বিবৃতিতে কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পালের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বিবৃতিতে বলেন, কোরআন অবমাননা একটি ন্যাক্কারজনক ও স্পর্শকাতর অপরাধ—এটি শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেনি, বরং পুরো জাতির মধ্যে শান্তি ও সম্প্রীতি নষ্ট করার একটি সুসংগঠিত ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা উচিত।

বিবৃতিতে জাক বলা হয়েছে, এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সহনশীলতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তারা সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন—অপূর্ব পালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ধরনের ঘটনার পেছনের প্ররোচক বা ইন্ধনদাতাদের খুঁজে বের করে কঠোরভাবে আইনে আনতে হবে।

সঙ্গে তারা জনগণের মধ্যে ধর্মীয় সংবেদনশীলতা রক্ষায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনকে সতর্ক করে বলেন, যদি সময় মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে জনরোষ সৃষ্টি হলে তার পুরো দায় রাষ্ট্রকেই বহন করতে হবে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়েছে—ধর্মীয় এতিম-মর্যাদা রক্ষায় কঠোর আইন প্রয়োগ ও দ্রুত অনুসন্ধান-তদন্ত অপরিহার্য

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement