মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত

মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৬, ৫ অক্টোবর ২০২৫

রাজধানী ঢাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় ধারাবাহিক মতবিনিময় সভার মাধ্যমে উন্নয়ন ও নাগরিক কল্যাণের ভাবনা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা।

রোববার ঢাকা-৪, ৫, ৬ ও ১০ আসনসহ বেশ কিছু এলাকায় এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে জামায়াত প্রার্থীরা বলেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজন সৎ, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত নেতৃত্ব। জনগণের প্রত্যাশিত বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তারা মনে করেন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর থানার উদ্যোগে “নাগরিক উন্নয়ন ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা-৬ আসনের প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। তিনি বলেন, জনগণকে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। যারা ক্ষমতার অপব্যবহার করে সারাদেশে সন্ত্রাস, দখলদারিত্ব ও লুটপাট চালিয়ে যাচ্ছে, তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রধান অন্তরায়। তরুণ প্রজন্ম এসব নব্য ফ্যাসিস্ট শক্তিকে বর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুড়িগঙ্গাকে ঢাকার প্রাণ উল্লেখ করে ড. মান্নান বলেন, “আমরা বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে এর ঐতিহ্য ফিরিয়ে আনব। ঢাকাকে আবারও বাসযোগ্য ও প্রাণবন্ত নগরীতে রূপ দিতে চাই।”

অন্যদিকে ঢাকা-৫ আসনের প্রার্থী ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ৬৪ নম্বর ওয়ার্ডে বাড়িওয়ালা, ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৫৪ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন, আর ঢাকা-১০ আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বিভিন্ন এলাকায় গণসংযোগ পরিচালনা করেন।

সকল সভায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীরা উপস্থিত থেকে নাগরিক উন্নয়ন ও জনকল্যাণে দলটির পরিকল্পনা সম্পর্কে মতামত প্রদান করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement