তুষারঝড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক

তুষারঝড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৫, ৫ অক্টোবর ২০২৫

তিব্বতের পূর্বাঞ্চলে মাউন্ট এভারেস্ট সংলগ্ন এলাকায় প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চলটি। হঠাৎ শুরু হওয়া এই ভয়াবহ তুষারঝড়ের কারণে প্রধান সড়কপথগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক হাজারেরও বেশি পর্যটক ও অভিযাত্রী সেখানে আটকা পড়েছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল থেকেই স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী দল এবং আশপাশের গ্রামবাসীরা একযোগে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। খবরটি প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জিমু নিউজ, যা পরে রয়টার্সও উদ্ধৃত করে।

জিমু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত টানা শনিবার (৪ অক্টোবর) সারাদিন অব্যাহত ছিল। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার এলাকাটির সব সড়ক সম্পূর্ণভাবে বরফে ঢেকে যায়, ফলে যাতায়াত কার্যত বন্ধ হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় শত শত উদ্ধারকর্মী ও স্থানীয় গ্রামবাসীকে মাউন্ট এভারেস্ট অঞ্চলের প্রবেশপথ পরিষ্কারের কাজে নামানো হয়েছে। ইতোমধ্যে আটকে থাকা কিছু পর্যটককে নিরাপদ স্থানে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির উইচ্যাট অ্যাকাউন্টে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শুরু হওয়া তুষারপাত শনিবার পর্যন্ত চলতে থাকে। এর ফলে নিরাপত্তাজনিত কারণে শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি ও দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement