বিতর্ক ও সমালোচনার ঝড় পেরিয়ে নিজের জীবন ও অভিজ্ঞতা নিয়ে সবসময় খোলামেলা থাকেন চিত্রনায়িকা পরীমণি।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তার জেল ও রিমান্ডের সময়কার এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা শেয়ার করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে থাকাকালীন সময়ের কথা তুলে ধরে পরীমণি জানান, তাকে বারবার একই প্রশ্ন করা হতো, “আপনার কোনো শত্রু আছে কি না, কাউকে শত্রু মনে করেন কি না, কারো নাম বলতে চান কি না।”
তার ভাষায়, “রিমান্ডে আমাকে একাধিকবার এই একই প্রশ্ন করা হয়েছিল। বিশেষ করে সিআইডির কর্মকর্তারা এই প্রশ্নটা বারবার করেছেন। তারা জানতে চেয়েছেন, আমার কি কোনো শত্রু আছে, আমি কি কাউকে শত্রু হিসেবে দেখি, বা কারো নাম বলতে চাই?”
পরীমণি আরও বলেন, “আমি স্পষ্ট বলেছিলাম, আমার কোনো শত্রু নেই। আমি জীবনে কখনও কারও সঙ্গে বিরোধে জড়াইনি, ঝগড়া করিনি, গালাগাল করিনি, কারও সম্পত্তি দখল করিনি, তাহলে আমার শত্রু হবে কেন? শত্রুতা হওয়ারও তো একটা কারণ লাগে।”
তার কথায়, “তিনটি আলাদা বিভাগ থেকে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিশেষ করে সিআইডি, আমি কাউকে শত্রু মনে করি কি না। কিন্তু সত্যি বলতে, আমি একটা নামও বলতে পারিনি। কারণ আমি কারও সঙ্গে এমন কিছু করিনি, যে সে আমার বিরুদ্ধে এমন কিছু করবে।”
শেষে তিনি যোগ করেন, “আমার চোখে কেউ শত্রু নয়। আমি কখনো এমন কিছু করিনি, যা কাউকে আমার বিরুদ্ধে যেতে বাধ্য করবে। তাই আমি কোনো নাম বলিনি, কারণ বলার মতো কেউ আমার জীবনে নেই।”