অধ্যাদেশ দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সায়েন্সল্যাব অবরোধ

অধ্যাদেশ দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সায়েন্সল্যাব অবরোধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২০, ১৪ জানুয়ারি ২০২৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন, যার ফলে সায়েন্সল্যাব এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ এর হালনাগাদ খসড়ার অনুমোদন দেওয়া আবশ্যক। পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষার্থীরা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করা হয়।

শিক্ষার্থীরা দাবি করেছেন, ৭ ও ৮ ডিসেম্বর টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এ পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধের মতো কর্মসূচি নিয়েছেন।

তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ইতিমধ্যে হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

পরবর্তী ধাপে দ্রুততম সময়ে মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement