বিদেশে বসে নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশে বসে নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৯, ১৪ জানুয়ারি ২০২৬

দেশের বাইরে বসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, বিদেশ থেকে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রে ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে যারা দেশের বাইরে বসে নানা বক্তব্য দিচ্ছেন, তারা চাইলে দেশে এসে কথা বলতে পারেন। বিদেশে বসে দেওয়া বক্তব্যে জনগণ শঙ্কিত হবে না। তবে দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় মোট ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক বিজিবি সদস্য রিক্রুট করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরকান আর্মির ছোড়া গোলা মাঝেমধ্যে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ছে। তবে, আরকান আর্মি একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ নেই।

তিনি বলেন, বৈধ রাষ্ট্র হিসেবে মিয়ানমারের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ রয়েছে। রাখাইন রাজ্যের একটি অংশ আরকান আর্মির দখলে থাকায় সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বাংলাদেশ সরকার নিয়মিতভাবে মিয়ানমার সরকারকে অবহিত করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement