নিউইয়র্ক কারাগার থেকে মাদুরোর সমর্থকদের উদ্দেশ্যে বার্তা

নিউইয়র্ক কারাগার থেকে মাদুরোর সমর্থকদের উদ্দেশ্যে বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৪৭, ১৪ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সমর্থকদের উদ্দেশ্যে নতুন বার্তা পাঠিয়ে জানিয়েছেন যে, তার মনোবল এখনও অটুট এবং তিনি নিজের অবস্থাকে একজন যোদ্ধা হিসেবে দেখছেন।

শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এক ভিডিও বার্তায় মাদুরোর ছেলে, নিকোলা মাদুরো গুয়েরা জানিয়েছেন, তার বাবা ভালো আছেন এবং কঠোর পরিস্থিতিতেও দৃঢ় আছেন।

এই ভিডিও বার্তাটি ভেনেজুয়েলার ক্ষমতাসীন পিএসইউভি পার্টি প্রচার করেছে, যা দেশটির রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।

গেলো ৩ জানুয়ারি, ভেনেজুয়েলায় একটি আকস্মিক সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী।

বর্তমানে তাদের নিউইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা যুক্ত কারাগারে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কয়েক বছর আগে মাদক ও সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি মামলার বিচার কার্যক্রম চলছে।

এ ঘটনায় কারাকাসের প্রাসাদ থেকে নিউইয়র্কের নিঃসঙ্গ কারাগারে স্থানান্তর—মাদুরোর জীবন ও রাজনৈতিক অবস্থানের এই নাটকীয় পরিবর্তনকে বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত সোমবার, ম্যানহাটান ফেডারেল আদালতে প্রথম শুনানির সময় মাদুরো দম্পতিকে হাজির করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের বিরুদ্ধে কোকেন আমদানি এবং ভারী অস্ত্রশস্ত্র রাখার ষড়যন্ত্রসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে।

যদিও মামলাটি ছয় বছর আগের, মাদুরোর গ্রেপ্তারের পর বিচার প্রক্রিয়া হঠাৎ ত্বরান্বিত হয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন সময়ে বাইরে সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং রাজনৈতিক চাপও বাড়ছে।

কারাগার থেকে পাঠানো বার্তাটি কেবল ব্যক্তিগত কুশল বিনিময় নয়; এটি ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল ও সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত বহন করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, লোহার দরজার আড়ালে থেকেও মাদুরো নিজেকে একজন বিপ্লবী যোদ্ধা হিসেবে উপস্থাপন করে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে, যা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে সক্ষম।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement