নেপাল প্রসঙ্গে শাওনের খোঁচা: বাংলাদেশের সঙ্গেই তুলনা!

নেপাল প্রসঙ্গে শাওনের খোঁচা: বাংলাদেশের সঙ্গেই তুলনা! ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বর্তমানে সিনেমা কিংবা নাটকের পর্দায় তেমন একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সবসময়ই সরব মেহের আফরোজ শাওন। নিয়মিতই তিনি নানা ইস্যুতে মতামত জানিয়ে থাকেন। বিনোদন জগত থেকে শুরু করে রাজনীতি সব ক্ষেত্রেই ফেসবুকে শাওনের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার তিনি লিখলেন নেপালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে।

যদিও সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করেননি, তবে তাঁর কথার ভেতর দিয়ে বাংলাদেশের সঙ্গে তুলনা টেনে খানিকটা কটাক্ষ করেছেন বলে মনে করছেন অনেকে।

নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, নেপালের অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছেন না তিনি। কারণ, দেশটির প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নেপালের গণআন্দোলনকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন! অথচ তিনি বলতে পারতেন, ‘লুটপাট-অগ্নিকাণ্ড-ভাঙচুর ছিল তরুণদের বহু বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ’। আন্দোলনকারীরা তো আসলে তাঁরই নিয়োগকর্তা! তাহলে তিনি কি বাংলাদেশের অভিজ্ঞতা থেকে কিছুই শেখেননি?

শাওন আরও লিখেছেন, সেপ্টেম্বরের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত হওয়া সব অপরাধমূলক কর্মকাণ্ডকে দায়মুক্তির আওতায় আনতে তিনি কেন ইনডেমনিটি আইন করলেন না! আবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে নতুন লাইসেন্স নেওয়া, বিশ্ববিদ্যালয় বানানো বা পাঁচ বছরের করমুক্তি সুবিধা নেওয়া এসব না করে বরং ৬ মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন! এমনকি মন্ত্রিসভায় তাঁর নিয়োগকর্তা কোনো আন্দোলনকারীকে পর্যন্ত অন্তর্ভুক্ত করেননি!

সবশেষে অভিনেত্রী রসিক ভঙ্গিতে লেখেন “এই কারণেই নেপালের কপালে নোবেল জোটে না।”

শাওনের পোস্ট থেকেই স্পষ্ট, তিনি মূলত বাংলাদেশের গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতার সঙ্গে নেপালের তুলনা করেছেন। আর মন্তব্যের ঘরেও তা পরিষ্কার হয়েছে। এক অনুরাগী লিখেছেন, “কার্কি দেশপ্রেমিক ও সাহসী নারী! তিনি জনগণের ইচ্ছার তোয়াক্কা না করে বরং সঠিক পথে থেকেছেন। ক্ষমতার লোভ তাঁকে স্পর্শ করেনি।” আরেকজন মন্তব্য করেছেন, “ওদের মধ্যে দেশপ্রেম সত্যিই আছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement