রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিএনপি গত কয়েক বছরে শক্তি প্রদর্শনে অনীহা দেখিয়েছে, ফলে সরকারসহ অন্যান্য রাজনৈতিক শক্তি তাদেরকে হালকা হাতে নিয়েছে—এটাই দলের দুর্বলতার মূল কারণ।
বুধবার (১২ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিএনপি অতিরিক্ত লিবারেল ছিল এবং সরকারি নীতির বিরুদ্ধে চাপ বাড়াতে আত্মবিশ্বাসে তারা যথেষ্ট তৎপর হয়নি।
ডা. জাহেদ বলেন, ‘‘বিএনপি চাইলো দেশে সফট পদ্ধতিতে ব্যাপারগুলো হ্যান্ডল করতে, কিন্তু শক্তি দেখানো হয়নি—এটাই তাদের সমস্যা। এখন সময় এসেছে তাদের অবস্থান দৃঢ় করার; প্রয়োজন হলে রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করার প্রস্তুতিও রাখতে হবে।’’ তিনি গুরুত্ব দিয়ে বলেন, এতে সহিংসতার ছক কষার কথা নয়—বলপ্রদর্শন বলতে সংখ্যাগত সমর্থন, নৈতিক প্রভাব ও সংগঠিত কণ্ঠের কথা বোঝানো হচ্ছে।
বিশ্লেষকটি সতর্ক করে বলেন, রাজনৈতিক কর্মসূচি গ্রহণের আগে সংগঠনে কড়া নির্দেশ দিয়ে সরকারকে বার্তা পৌঁছানো উচিত, যাতে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয় এবং পরিণতিতে বৃহৎ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তিনি মনে করান, ‘‘বিএনপি যদি শক্ত স্ট্যান্ড নেয় এবং পরিকল্পনামাফিক কাজ করে, তাহলে তাদের লক্ষ্য অর্জনে সুবিধা হবে—তবে এটি কৌশলগত ও দায়িত্বশীলভাবে করতে হবে।’’
দা. জাহেদ আরও বলেন, জামায়াতের মতো অন্য সংগঠন সক্রিয় হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে; তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য প্রতিক্রিয়া ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া গুরুত্বপূর্ণ। তাঁর কথা মতে, বিএনপির উচিত তার ঐতিহ্যগত শক্তি, সমর্থন ও নৈতিক প্রভাবকে পুনর্গঠন করে তা প্রয়োগ করা—তাই করেই তারা রাজনৈতিকভাবে কার্যকরভাবে উপস্থিত থাকতে পারবে।


































