শাহবাগে ঐতিহাসিক ছাত্রসমাবেশ: তারুণ্যের জোয়ারে ধানের শীষে প্রথম

Published : ১৫:৫০, ৪ আগস্ট ২০২৫
রাজধানীর শাহবাগ চত্বরে শনিবার, ৩ আগস্ট ২০২৫—এই দিনটি ইতিহাসের পাতায় নতুন মাত্রা যোগ করল। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল ছাত্রসমাবেশে ঢল নামে দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো তরুণ-তরুণীর। কেন্দ্রীয় স্লোগান ছিল—“তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য”। রঙিন ব্যানার, প্রতিবাদী পোস্টার, কণ্ঠে দৃপ্ত শ্লোগান আর চোখেমুখে আগামীর স্বপ্ন—সব মিলিয়ে শাহবাগ ছিল যেন গণতান্ত্রিক চেতনার এক উদ্দীপ্ত মহাসমারোহ।
এই ছাত্রসমাবেশে তরুণ প্রজন্মের স্পষ্ট বার্তা ছিল—তারা চায় পরিবর্তন, তারা চায় জবাবদিহিমূলক সরকার, আর তাদের প্রথম ভোটই হবে সেই পরিবর্তনের হাতিয়ার। সমাবেশে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত সমাবেশে বলেন, “এই বিশাল উপস্থিতি আমাদের আশা জাগায়। তরুণরা আর চুপ থাকবে না। তারা জানে, প্রথম ভোট কতটা গুরুত্বপূর্ণ।
আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে এই ভোটকে হাতিয়ার বানাবো।” সমাবেশে বক্তারা বারবার উচ্চারণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি তরুণ প্রজন্মের অগাধ আস্থা ও ভালোবাসার কথা। বক্তৃতায় উঠে আসে একটি স্বচ্ছ, মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন।
তরুণদের এ জাগরণ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি সময়ের দাবি, একটি প্রজন্মের প্রতিবাদ। সমাবেশ শেষে ছাত্রনেতা বাসিতের নেতৃত্বে মিছিল Shahbagh থেকে বের হলে, চারপাশে ছড়িয়ে পড়ে তাদের দৃপ্ত বার্তা—আগামী বাংলাদেশ হবে তরুণদের নেতৃত্বে গঠিত এক নতুন বাংলাদেশ। এই সমাবেশ প্রমাণ করে, রাজনৈতিক চেতনা আর গণতন্ত্রের আকাঙ্ক্ষা তরুণদের হৃদয়ে অম্লান। তারা প্রস্তুত, তারা সচেতন, তারা দৃঢ় প্রত্যয়ী—তাদের প্রথম ভোট যাবে ধানের শীষে, গণতন্ত্রের পক্ষে।