গাজীপুরে ট্রাকচাপায় নারী নিহত

Published : ১৬:১৬, ৬ আগস্ট ২০২৫
গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহত উম্মে-কাশ ফিদা মিম (২৩) বগুড়া জেলার চক লোকমান গ্রামের আব্দুল ওহাব ডাবলুর মেয়ে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে একটি রিকশায় চড়ে যাচ্ছিলেন মিম। রিকশাটি নাওজোড় ফ্লাইওভারের নিচে পৌঁছালে একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এসময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মিমের।
গাজীপুর মহানগর পুলিশের উপ–কমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, ‘নাওজোড় এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’