যুক্তরাজ্যে একদিনে দুই বিয়েতে অংশ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান

যুক্তরাজ্যে একদিনে দুই বিয়েতে অংশ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের বিয়েতে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছবিটি সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৫, ১ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে একই দিনে দুইটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান।

রোববার (৩১ আগস্ট) দুপুরে তারা প্রথমে যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক মুজিবুর রহমানের ছেলের বিয়েতে অংশ নেন। এরপর সন্ধ্যায় যোগ দেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকারের ছেলের ওয়ালিমা (বিয়ের পরবর্তী ভোজ) অনুষ্ঠানে।

দুই অনুষ্ঠানেই উপস্থিত অতিথিদের সঙ্গে তারেক রহমান ও জোবাইদা রহমানকে হাসিমুখে কুশল বিনিময় করতে দেখা গেছে।

যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক মুজিবুর রহমানের ছেলের বিয়েতে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছবিটি সংগৃহীত 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement