খোকার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

খোকার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৫, ২৪ নভেম্বর ২০২৫

বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে একটি স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর ওয়ারীর সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর স্মৃতি স্মরণ ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত খোকার ছোট ছেলে ইশফাক হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা সবাই সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবনের অবদান, সংগ্রাম ও দেশপ্রেমের কথা তুলে ধরেন।

যদিও তাঁর মৃত্যুবার্ষিকী ছিল ৪ নভেম্বর, তবে ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রোববার সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement