বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ ভুটানের

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ ভুটানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৯, ২৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, জ্বালানি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু উঠে আসে। উভয় পক্ষই ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। একই সঙ্গে তারা জানিয়েছে, আগামীতে যেই সরকার রাষ্ট্রক্ষমতায় আসুক, সেই সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী।

বিএনপি মহাসচিব জানান, ভুটান ভবিষ্যৎ সরকারগুলোর সঙ্গে সহযোগিতার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের পক্ষ থেকেও কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ভুটানের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূত্র: বাসস

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement