নুরুল হক নুর: ১৬ বছরে গণমাধ্যমের অবস্থা খারাপ

নুরুল হক নুর: ১৬ বছরে গণমাধ্যমের অবস্থা খারাপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৮, ২৪ নভেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন যে, গত ১৬ বছরে দেশে গণমাধ্যম ধ্বংসের দিকে গিয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে নানা বিষয় নিয়ে আলোচনা হলেও গণমাধ্যম সংক্রান্ত বিষয় আলোচনার বাইরে থাকে। তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরে গণমাধ্যমে লাইসেন্স প্রদানসহ অন্যান্য প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হয়েছে যে, এটি ধীরে ধীরে গণমাধ্যমকে দুর্বল ও ধ্বংসপ্রবণ অবস্থায় নিয়ে গেছে। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের যারা নিয়োজিত আছেন তারা গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলার আগ্রহ দেখান না; প্রশ্ন তুললে তারা বলছেন, তারা অল্প সময়ের জন্য দায়িত্বে আছেন।

নুরুল হক নুর মনে করিয়ে দেন যে, সরকারের দায়িত্ব হলো গণমাধ্যমকে একটি কার্যকর ও স্বাধীন কাজের পরিবেশ তৈরি করে দেওয়া। তিনি সতর্ক করেন, যদি এবার পরিবর্তন না আনা হয়, তাহলে গণমাধ্যমের অবস্থার পরিবর্তন সম্ভব হবে না। তাই গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement