অবশেষে চলেই গেলেন ধর্মেন্দ্র
Published : ১৮:১৩, ২৪ নভেম্বর ২০২৫
বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই—ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম এমনটাই জানিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেতা। ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করলেন বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র।
তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রে ছয় দশকের দীর্ঘ সোনালি অধ্যায়ের অবসান ঘটল বলে মন্তব্য করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, দুপুরের পর থেকেই তার বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাড়ির ভেতরে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখা গেছে, আর বাইরে প্রায় ৫০ মিটার দূরত্ব পর্যন্ত ব্যারিকেড বসানো হয়েছে। ইতিমধ্যে অভিনেতার মেয়ে এশা দেওলসহ অনেক তারকার গাড়িকে বাড়ির ভেতরে ঢুকতে দেখা গেছে।
চলতি নভেম্বরের শুরুতেই শ্বাসকষ্টজনিত জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখনই তাকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে, যা তার পরিবার প্রকাশ্যে নাকচ করেছিল। চিকিৎসা শেষে কিছুদিন আগেই তিনি বাসায় ফিরেছিলেন।
আগামী ৮ ডিসেম্বর ছিল তার ৯০তম জন্মদিন, আর সে উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছিল বলে জানা যায়। অভিনেতার স্ত্রী হেমা মালিনীও সেই আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি, পিঙ্কভিলা
বিডি/এএন


































