খালেদা জিয়ার অবস্থার উন্নতি: ডা. শাহাবুদ্দিন

খালেদা জিয়ার অবস্থার উন্নতি: ডা. শাহাবুদ্দিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১২, ২৫ নভেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন যে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে থেকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি গণমাধ্যমকে জানান, খালেদা জিয়া আগের তুলনায় কিছুটা ভালো আছেন এবং তিনি নিজেই সার্বক্ষণিক তার পাশে থেকে চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছেন।

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে তাকে ভর্তি করা হয়।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে, পাশাপাশি একাধিক দীর্ঘস্থায়ী রোগের জটিলতাও কিছুটা বেড়েছে। বয়সজনিত কারণে সব ধরনের চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না, যা কিছু ঝুঁকি তৈরি করে।

তিনি আরও বলেন, রিপোর্টগুলোতে ভালো ও খারাপ—দুই রকম ফলই পাওয়া গেছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি চেয়ারপারসনকে অন্তত আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement