প্রথমবার দলীয় সভায় বক্তব্য জাইমার

প্রথমবার দলীয় সভায় বক্তব্য জাইমার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৮, ২৫ নভেম্বর ২০২৫

ঢাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের কন্যা ও খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের সাম্প্রতিক উপস্থিতি।

প্রথমবারের মতো তিনি বিএনপির একটি গুরুত্বপূর্ণ সভায় যুক্ত হয়ে দলের শীর্ষস্থানীয় নেতাদের দৃষ্টি কাড়েন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে তিনি অংশ নেন। সেখানে জাইমাকে দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং ভোট ব্যবস্থাপনা–সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. এম. মাহবুব উদ্দিন খোকন।

যদিও রাজনৈতিক অঙ্গনে তার আনুষ্ঠানিক প্রবেশ এখন, তবে শৈশব থেকেই দাদি খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে তার উপস্থিতি মাঝে মাঝেই দেখা যেত। ফলে নেতৃত্বের পরিবেশের সঙ্গে তার পরিচয় বহুদিনের।

দলের একাধিক নেতার মতে, ব্যারিস্টারি ডিগ্রি সম্পন্ন করার পর তার দলের সভায় অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের গঠনে তার সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিতে পারে। তাদের ধারণা, দেশ-বিদেশে জাইমার প্রতিনিধিত্ব বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও আন্তর্জাতিক যোগাযোগে নতুন শক্তি যোগ করতে পারে।

লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন তিনি। এর আগে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নেন কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে।

ব্যারিস্টারি পাসের পর থেকেই বিএনপির ভেতরে–বাইরে বহু নেতাকর্মীর মধ্যে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে, এবং অনেকেই মনে করছেন—এটি ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement