দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী
Published : ১৬:২১, ২৮ নভেম্বর ২০২৫
ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী।
তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালীন ৫ বছরের মধ্যে ৫ বছরই দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ান করেছে তাদের হাতে আর দেশের নেতৃত্ব দেওয়া যায় না।
তারা আবার সুযোগ পেলে দেশকে দেউলিয়া করে ছাড়বে। ৫ আগস্ট পরবর্তী যারা ১৭ বছরের ক্ষুধার্ত দাবি করে সারাদেশে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অত্যাচার, লুটপাট, দখল, চাঁদাবাজি আর সন্ত্রাসী করছে তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করতে হবে।
দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এক ব্যক্তি কিংবা এক পরিবারের ইচ্ছায় দেশ পরিচালিত হবে না। দেশ পরিচালিত হবে এদেশের আলেম-ওলামাদের সমন্বয়ে। যারা আল্লাহভীরু তাদের নেতৃত্ব দেশ পরিচালিত হলে জাতি পাবে এক সমৃদ্ধশালী উন্নত স্বপ্নের বাংলাদেশ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসনের উদ্যোগে আয়োজিত "সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমৃদ্ধ ঢাকা-৪" গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত পদযাত্রা পূর্বক ধোলাইরপাড় চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি উপস্থিত ঢাকা-৪ আসনের জনসাধারণের উদ্দেশ্যে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি ঢাকা-৪ সংসদীয় এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে জনগণকে এক নিরাপদ বাসযোগ্য শান্তির শহর উপহার দিবেন।
ঢাকা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং আসন সদস্য সচিব ও কদমতলী মধ্য থানা আমীর মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা-৪ আসনের সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে।
তিনি বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণা হামলায় চালায়, বাঁধা সৃষ্টি করে। পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে’’।
পুলিশের উপস্থিতি হামলা-ভাংচুর ও গুলি বর্ষণ করার পরও এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের আটক না করায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামী বার-বার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি।
মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান থাকলেও বিগত সময়ে যারা ক্ষমতায় বসেছে তারা কেউ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেনি। এখন আবার তারা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে তারা ক্ষমতায় গেলে এই করবে-সেই করবে! আসলে তারা দুর্নীতি-চাঁদাবাজি-আর সন্ত্রাসী ছাড়া কিছুই করবে না।
তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, অতীতে যারা এবং যাদের দল ক্ষমতায় ছিল তারা এবার ভোট চাইতে গেলে আগে জিজ্ঞেস করবেন ক্ষমতায় থাকাকালীন আমাদের জন্য, দেশের জন্য কি করছো?- এই প্রশ্নের জবাব ছাড়া ভোট না দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় বসেনি। কিন্তু জনগণের যেকোন প্রয়োজনে সবার আগে, সবখানে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে।
৩১ দফা নয় জামায়াতে ইসলামীর এক দফার অঙ্গিকার, ‘‘জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে”। বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিজের মৌলিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।
মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমলাপুর শেরে-বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহন করেন। সেবাগ্রহিতা প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
এর-আগে মতিঝিল উত্তর থানা আয়োজিত ড. হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট মতিঝিল টিএনটি কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।
মতিঝিল উত্তর থানা আমীর এসএম শামসুল বারীর সভাপতিত্বে এবং থানা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন থানা সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাফিজুল্লাহ খান, আলমগীর হোসেন আকাশ, হুমায়ন কবীর। এছাড়াও সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি/এএন






























