অনেক দিন ধরেই কার্লো আনচেলত্তিকে দলে আনার চেষ্টা করছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অবশেষে রিয়াল মাদ্রিদ থেকে তাকে নিজেদের করে নিতে সফল হয়েছে তারা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ সেলেসাওদের খেলায় চোখে পড়ার মতো পরিবর্তন এনেছেন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে তার চুক্তি থাকলেও, সিবিএফ এর পরিকল্পনা যে আরও দীর্ঘ—তা এখনই স্পষ্ট হয়ে উঠছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা চান, শুধু ২০২৬ নয়, ২০৩০ বিশ্বকাপও যেন আনচেলোত্তির নেতৃত্বেই খেলে ব্রাজিল। অর্থাৎ দীর্ঘমেয়াদি প্রকল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে রাখতে চায় সিবিএফ এই তারকাখ্যাত কোচকে।
সম্প্রতি সিবিএফ সভাপতি জাউদকে প্রশ্ন করা হয়—২০২৬ সালের পরও আনচেলোত্তি কি দলের দায়িত্বে থাকবেন? তিনি জবাব দেন, এ ধরনের আলোচনা তিনি ইতিবাচকভাবেই দেখছেন। বিষয়টি পুরোপুরি নির্ভর করবে দুই পক্ষের বোঝাপড়া ও সন্তুষ্টির ওপর। তার ভাষায়, সফলতার জন্য প্রয়োজনীয় কাঠামো ও পরিবেশ ইতিমধ্যেই প্রস্তুত।
এদিকে ইএসপিএন জানিয়েছে, আগামী বছরের মধ্যেই আনচেলোত্তির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কথা বলতে চায় সিবিএফ। তাদের প্রত্যাশা, ২০২৬ বিশ্বকাপের আগেই নতুন চুক্তি সম্পন্ন হবে। মূল লক্ষ্য—বিশ্বকাপের ফল যাই হোক, ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে যেন আনচেলোত্তিই থাকেন।
৬৬ বছর বয়সী এই কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নেন। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহাদের নিয়ে ২০২৬ সালে ষষ্ঠ বিশ্বকাপ জয়—অর্থাৎ হেক্সার স্বপ্ন বাস্তবায়নই তার সামনে বড় চ্যালেঞ্জ। তার অধীনে ব্রাজিল ইতোমধ্যে শক্তিশালী ফর্মে ফিরেছে। সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানোর পর তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে উন্নতি ধরে রেখেছে সেলেসাওরা।
সব মিলিয়ে, ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনায় আনচেলোত্তির ভূমিকা আরও দীর্ঘ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে—এমনটাই বোঝা যাচ্ছে সিবিএফের সাম্প্রতিক অবস্থান থেকে।
































