বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তারা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে উপস্থিত হয়ে বিএনপির মহাসচিব দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়ার আহ্বান জানান।
এর আগে একই দিন বাদ জুমা নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, গত দুই দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং বৃহস্পতিবার রাতেই চিকিৎসকরা জানিয়েছেন যে তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।
তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তির জন্য সারাদেশে দোয়ার আহ্বান জানানো হয়েছিল, এবং আজ দেশের বিভিন্ন মসজিদে মসজিদে সেই দোয়া অনুষ্ঠিত হচ্ছে। নয়াপল্টনের মসজিদে নামাজ শেষে আমরাও তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি।
বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন, নানান নির্যাতনের মুখোমুখি হয়েছেন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন—এটাই আমাদের প্রত্যাশা।


































