দীর্ঘদিন পর সাকিবকে পেয়ে কী বললেন তাসকিন

দীর্ঘদিন পর সাকিবকে পেয়ে কী বললেন তাসকিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০১, ২৮ নভেম্বর ২০২৫

টি-টেন লিগে খেলতে বর্তমানে আবুধাবিতে অবস্থান করছেন তাসকিন আহমেদ। সেখানে রয়েছেন সাকিব আল হাসানও। টুর্নামেন্টের ২৫তম ম্যাচে মুখোমুখি হন জাতীয় দলের সাবেক দুই সতীর্থ। ম্যাচের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সাকিবের রয়্যাল চ্যাম্পসকে ৮০ রানের লক্ষ্য দেয় তাসকিনের নর্দান ওয়ারিয়র্স। পরে ৭ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় সাকিবের দল।

ম্যাচ চলাকালীন যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি আসে রয়্যাল চ্যাম্পসের ইনিংসের ২.৩ ওভারে; তখন তাদের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। নর্দান ওয়ারিয়র্সের পেসার শাহনাওয়াজ দাহানির বল করার সময় সীমানার কাছে ফিল্ডিং করছিলেন তাসকিন, আর সাকিব ছিলেন চেয়ারে বসা অবস্থায়। ক্যামেরা হঠাৎই তাঁদের দুজনের দিকে তাক করে, দেখা যায় দুজনই হাসিমুখে কথা বলছেন। ঠিক কী নিয়ে আলোচনা চলছিল তা প্রকাশ হয়নি। তবে দীর্ঘ ১৪ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব হয়তো তাসকিনকে পেয়ে আগের দিনের স্মৃতি মনে করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এই ম্যাচে একাদশে জায়গা পাননি সাকিব। তাসকিন উইকেট না পেলেও তার ২ ওভারে খরচ হয়েছে ২১ রান, যা টি-টেন ফরম্যাট অনুযায়ী বেশ ভালো ইকোনমি বলা যায়—১০.৫০।

এবারের আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে তাসকিন নিয়েছেন ৫ উইকেট, ইকোনমি ১১.২৫। দলটি ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে। অপরদিকে সাকিবের রয়্যাল চ্যাম্পস আছে আট দলের মধ্যে সর্বশেষ স্থানে।

চ্যাম্পসের সংগ্রহ ৬ ম্যাচে ১ জয় ও ৫ হার থেকে পাওয়া ২ পয়েন্ট। সাকিব দুই ম্যাচে মাঠে নামলেও ব্যাটিং করার সুযোগ পাননি। বোলিংয়ে ২ ওভারে ৩১ রান দিয়ে তিনি কোনো উইকেট তুলতে পারেননি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement