খুলনা বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নয়জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতীতে সংগঠনবিরোধী আচরণের অভিযোগে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের কয়েকজন নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও দলের সাম্প্রতিক সিদ্ধান্তের ভিত্তিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
যেসব নেতাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন—খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব কায়সার, সদর থানা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, মহানগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মুসফিকুর হাসান অভি, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন এবং সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন নান্নু।
এছাড়া জেলার দাকোপ উপজেলার চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফ্ফর হোসেন শেখ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি এবং কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদের বহিষ্কারাদেশও বাতিল করা হয়েছে।
বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যেসব নেতাকর্মী বিভিন্ন সময়ে বহিষ্কারের মুখে পড়েছিলেন, তাদের আবেদনের ভিত্তিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা হচ্ছে।






























