জাতীয় স্টেডিয়ামে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই প্রখ্যাত দল, ব্রাজিল ও আর্জেন্টিনা।
এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশের ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হয়। এছাড়াও আরও ৫ জন খেলোয়াড়কে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, যা কোচিং স্টাফ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন গোলাম রব্বানি ছোটন, সহকারী হিসেবে থাকবেন জাহাঙ্গীর আলম। গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুর রহমান পান্নু।
বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলো:
গোলরক্ষক: আলিফ রহমান ইমতিয়াজ, তাসিন সেহাব, চান্দ্র শাহ।
ডিফেন্ডার: আজম খান, ইকরামুল ইসলাম, হাবিব রিদওয়ান, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেইন, রাজ, মাসুদ রানা।
মিডফিল্ডার: আরিফ, স্বপ্ন হোসেন, কামাল মৃদ্ধা, আকাশ আহমেদ, আশিক, বায়জিদ বোস্তামি, নাজমুল হুদা।
ফরোয়ার্ড: তাসান খাঁ, মানিক, হেদায়াতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী।
স্ট্যান্ড বাই খেলোয়াড়: বিতশোক চাকমা, আরহাম ইসলাম, ইকরামুল, মুর্শেদ আলী, ইশান মালিক।
এই স্কোয়াডের মাধ্যমে বাংলাদেশ এবার টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স প্রদানের আশা করছে এবং লাতিন আমেরিকার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সামনে প্রতিযোগিতামূলক লড়াই প্রদর্শন করবে।
































