বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সচেষ্ট। তিনি সতর্কবার্তা দিয়েছেন যে সকল নাগরিককে নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ভোটের সময় আপনারা তাহাজ্জুদ পড়া ও ফজরের নামাজের পর কেন্দ্রে গিয়ে উপস্থিত হবেন, এবং ভোটের হিসেব কড়াই-গন্ডায় বুঝে নেবেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং স্বাধীনভাবে কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। যারা এ অবস্থা তৈরি করেছে তারা দেশের বাইরে চলে গিয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র ভোট দিয়ে কাজ হবে না, ভোট কেন্দ্রে সক্রিয়ভাবে অবস্থান রাখতে হবে। আপনারা ভোটের হিসাব নিজেরা নজরদারি করে নেবেন। দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধর্মের মানুষকে একত্রিতভাবে কাজ করতে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।
তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালী হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেবে। ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা হবে। তিনি আশ্বাস দেন যে ক্ষমতায় গেলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন প্রতিরোধের সকল পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের পর আমি সরাসরি এলাকায় এসে জনগণের সঙ্গে বসে আলোচনা করব। বিএনপি জনগণের দল এবং ক্ষমতায় এলে দেশের সর্বশেষ ক্ষমতা জনগণের হাতে থাকবে।
মা ও বোনদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, নারীদের উন্নয়ন ও সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে জনগণের কাছে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং উন্নয়নের দায়িত্ব বিএনপি গ্রহণ করবে ইনশাআল্লাহ।
জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা আহ্বায়ক ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































