ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের সমর্থনে গণসংযোগ ও মিছিল
Published : ২৩:৩১, ২৬ জানুয়ারি ২০২৬
আজ ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহনানের পক্ষে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইব্রাহিমপুর কেন্দ্রীয় মসজিদ হতে শুরু করে ব্যাটেলিয়ান বাজার সম্মুখের আশি দাগ হয়ে ইব্রাহিমপুর বাজারে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমীর আনোয়ারুল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন কাফরুল জোন টিম সদস্য আলাউদ্দিন মোল্লা, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, থানা কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, বোরহান আলী, আবুল বাশার, সেলিম খলিফা, শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন, নুর আহমেদ, আনিসুজ্জামান, জহির উদ্দিন, মনির, সাদ্দাম, বেল্লাল, মাহবুব ও আইয়ুব প্রমূখ।
পথ সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়নি বরং দেশের মৌলিক পরিবর্তন হয়েছে। জনগণ আর কোন ভাবেই অতীতে ফিরে যেতে চায় না। কিন্তু মহল বিশেষ এখনো পতিতদের প্রতিভূ হয়ে কাজ করছে এবং একই সুরে। তারা জুলাই সনদ বাস্তবায়নের বিরোধীতা দেশকে আবারও ফ্যাসিবাদী বৃত্তে বৃত্তাবদ্ধ করতে চায়।
কিন্তু আত্মসচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কোন ভাবেই বাস্তবায়িত হতে দেবে না বরং ‘হ্যাঁ’-এর বিজয়ের মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। তারা ‘হ্যাঁ’ বিজয়ের লক্ষ্যে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। অন্যথায় ফ্যাসিবাদ নতুন করে মাথাচাঁরা দেবে।
তারা বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান একজন জাতীয় নেতা। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার। সর্বোপরি তিনি মানবিক ব্যক্তিত্ব। যেখানে কোন সমস্যার সৃষ্টি হয়, সেখানেই তিনি ছুটে যান মানুষের কল্যাণের জন্য।
তার এমন মহানুভবতার কারণে ইতোমধ্যেই তিনি মানবতার ফেরিওয়ালা হিসাবে জননন্দিত হয়েছেন। তিনি নির্বাচিত হলে এবং জামায়াত সরকার গঠন করতে পারলে আমরা তার নেতৃত্বে এমন এক বাংলাদেশ গড়বো, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র ও লিঙ্গ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করা হবে।
দেশে কোন দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজী থাকবে না। সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তারা ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিডি/এএন
































