জনসভা শুরু না হতেই ফেনীতে তারেক রহমানকে ঘিরে জনসমাগম

জনসভা শুরু না হতেই ফেনীতে তারেক রহমানকে ঘিরে জনসমাগম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৬, ২৫ জানুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর নির্বাচনি জনসভা শুরু হওয়ার আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শুধু মাঠের ভেতরেই নয়, আশপাশের সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিতে দেখা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। ফেনী ছাড়াও পার্শ্ববর্তী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে আসা বিএনপি নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে এসে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে অগ্রসর হন।

জনসভা মঞ্চে এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা গেছে। অনেকেই দলীয় মনোগ্রামসংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরে জনসভায় যোগ দেন।

পরশুরামের বীরচন্দ্র নগর এলাকা থেকে আসা এক নেতাকর্মী জানান, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কখনো সরাসরি তারেক রহমানকে দেখার সুযোগ পাননি। অতীতে তিনবার তারেক রহমান ফেনী সফর করলেও এবারই প্রথম তিনি দলীয় প্রধান হিসেবে জনসভায় অংশ নিচ্ছেন। দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দল পরিচালনার পর নির্বাচনের ঠিক আগে এই সফর আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, এ জনসভা ফেনীর অতীতের সব জনসভাকেই ছাড়িয়ে যাবে বলে তারা আশাবাদী। ইতোমধ্যে মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি নিশ্চিত হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই জনপদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। সেই ধারাবাহিকতায় দলমত নির্বিশেষে ফেনীর মানুষ এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত। জনসভায় শুধু বিএনপির নেতাকর্মী নয়, বিপুলসংখ্যক সাধারণ মানুষও অংশ নিচ্ছেন।

জনসভাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সমাবেশস্থল ও আশপাশের পুরো এলাকাকে তিনটি নিরাপত্তা বলয়ে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীতে তারেক রহমানের এই সফর স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন ভবনগুলোতে তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। বিপুল জনসমাগমের কথা বিবেচনায় রেখে শহরের অন্তত ১০টি স্থানে বড় পর্দা স্থাপন করা হয়েছে।

এই জনসভা থেকে বৃহত্তর নোয়াখালীর তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। পাশাপাশি তিনি ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে সংঘটিত অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement