গণভোট ও সংসদ নির্বাচনে নিরাপত্তা আরও শক্ত করতে এবার ৩০ হাজার ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে বডি-ওর্ন ক্যামেরা। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, নির্বাচনের জন্য ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা মোতায়েন করা হবে। এছাড়া, পূজার সময় যে নির্বাচনী অ্যাপ ব্যবহার করা হয়েছিল, সেটি এবারের নির্বাচনেও কার্যকর থাকবে। ভোটারদের সাহায্য এবং নির্বাচনী কার্যক্রমে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসি ক্যাডেটও মাঠে দায়িত্ব পালন করবেন।
ইসি সচিব আরও জানান, যারা নির্বাচন কমিশনে এসে অভিযোগ করতে পারবেন না, তারা নির্বাচনী অনুসন্ধান কমিটিতে গিয়ে বিষয়টি জানাতে পারেন। কমিশন সেই তথ্য গ্রহণ করে ফলোআপ করবে। তিনি ভোট প্রচারে আচরণবিধি মানার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।
ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনে নজরে আসা নির্বাচনী পোস্টার সরানোর জন্য রিটার্নিং অফিসারদের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আখতার আহমেদ।
এছাড়া, গত রোববার সংসদ ও গণভোট সম্পর্কিত বিষয় নিয়ে কূটনীতিকদের ব্রিফিং দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রদূত ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, কমান্ড স্ট্রাকচার এবং ভোটের ফলাফল প্রকাশে সময়কাল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরাপদ রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে।






























