বাংলাদেশের ক্রিকেট সম্প্রতি নানা গুজব ও চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনার চেয়ে রটনার প্রভাব অনেক বেশি। গতকাল শোনা গিয়েছিল যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কাউকে জানানো ছাড়াই অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছেন।
খবর ছড়িয়েছিল যে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন এবং হয়তো আর দেশে ফিরে আসবেন না।
কিছু সময়ের মধ্যে অবশ্য জানা যায়, বুলবুল স্বাভাবিকভাবে দেশে আছেন এবং তিনি কোনোভাবেই অস্ট্রেলিয়ায় যাননি। একই সময়ে নতুন একটি গুজব ছড়িয়েছে যে, আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছেন।
এই গুজবের সূত্র ছিল, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ায় বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এবং বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ করা হয়েছিল, এর প্রতিবাদ জানাতে সৈকত বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আজ সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে সৈকত পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি কোথাও বলিনি যে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছি। আজ সারা দিন লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আমি বয়কট করছি। এটা একদমই সত্য নয়। কয়েক দিনের মধ্যেই আমি আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে যাচ্ছি।”
সৈকত আরও জানান, আম্পায়ার হিসেবে তার সিদ্ধান্ত মাস তিনেক আগে নেওয়া হয়েছে এবং এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার অংশ ছিল। ফলে হঠাৎ করে সরে যাওয়ার সুযোগ নেই। তিনি আইসিসির নিয়ম মেনে কাজ করবেন, ব্যক্তিগত বা জাতীয় দলের দায়িত্ব নয়।
তিনি বলেন, “সত্য যে বাংলাদেশের জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই, তা অবশ্যই দুঃখজনক। কিন্তু আমি আইসিসির আম্পায়ার। আমার পক্ষে আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার হিসেবে বিশ্বকাপ থেকে সরে যাওয়া সম্ভব নয়। তাই আমি ভারতে বিশ্বকাপ কাভার করতে যাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই মিথ্যা খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
এইভাবে সৈকত স্পষ্ট করেছেন যে, তিনি নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা কোনো বিভ্রান্তিতে না পড়ার জন্য সতর্ক থাকবেন।
































