ক্যাম্পাসে ভোটের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত করছে সাংবাদিকরা: উমামা

Published : ১১:১১, ২৯ আগস্ট ২০২৫
ডিজিটাল মোবাইল জার্নালিজম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী উমামা ফাতেমা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।
স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেছেন, ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। প্রার্থী ও ভোটারদের মধ্যে সরল যোগাযোগ প্রক্রিয়াকে অযথাই জটিল করে তুলছে। প্রতিটি পদক্ষেপে প্রার্থীদের ভিডিও ধারণ করা কতটা যৌক্তিক, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও লিখেছেন, বারবার নিষেধ করার পরও সাংবাদিকদের এসব নীতি বহির্ভূত কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। ব্যক্তিগত সম্মতি ছাড়াই ভিডিও করা, পরে তা কাটছাঁট করে ভিন্নভাবে উপস্থাপন করা একেবারেই অনভিপ্রেত।
সবশেষে উমামা ফাতেমা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রার্থী ও ভোটারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। তাদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করে যেন ভোটের পরিবেশ নষ্ট না হয়।
BD/AN