নির্বাচনী প্রচারণায় বাধা: চারুকলায় শিবির সমর্থিত ফেলে দেওয়ার অভিযোগ

নির্বাচনী প্রচারণায় বাধা: চারুকলায় শিবির সমর্থিত ফেলে দেওয়ার অভিযোগ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৫, ২৬ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চারুকলা অনুষদে শিবির সমর্থিত প্যানেলের একটি ব্যানার ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকাল থেকেই বিভিন্ন প্যানেল ও প্রার্থী ক্যাম্পাসে নির্বাচনী প্রচার শুরু করে। সেই ধারাবাহিকতায় ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট চারুকলা ইনস্টিটিউটে একটি অস্থায়ী ব্যানার টাঙায়। তবে কিছুক্ষণ পরই দুই অজ্ঞাতপরিচয় যুবক এসে ব্যানারটি ফেলে দেয় বলে অভিযোগ সংগঠনের।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার ক্রীড়া সম্পাদক মিফতাহুল মারুফ বলেন, “চারুকলায় আমাদের দুটি ব্যানার-ফেস্টুন খুলে ফেলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছি। ফুটেজ দেখলে সহজেই দোষীদের শনাক্ত করা সম্ভব।”

এ বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ কাজ করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এটা নিশ্চয়ই অনুচিত কাজ। আমি মনে করি, যারা ব্যানারটি সরিয়েছে তাদের সেটি পুনরায় স্থাপন করা উচিত। কোনো প্রার্থী চাইলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতে পারবেন। কমিশনের নির্দেশ পেলে আমরা ব্যবস্থা নেব।”

অন্যদিকে, নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, “এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement