নিজেদের একাধিক প্লট ও বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের প্লট পাওয়া অভিযোগে ঢাকার তিনটি পৃথক মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। হলফনামায় তারা নিজেদের ভাসমান, অসহায় ও গরিব হিসেবে পরিচয় দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মো. রবিউল আলমের আদালতে রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দেন।
দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) জানান, ‘প্লট বরাদ্দের সময় জমা দেওয়া হলফনামাগুলোতে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। আসামিদের ঢাকা শহরে এবং ঢাকার বাইরে একাধিক প্লট ও বাড়ি থাকা সত্ত্বেও তারা ভাসমান ও গরিব হিসেবে দেখিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবনবৃত্তান্তসহ মোট ৪৪টি তথ্য অন্তর্ভুক্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘আসামিরা নিজ নামে বা সন্তানদের নামে কোনো সম্পত্তি নেই দাবি করে প্লট বরাদ্দের জন্য মিথ্যা হলফনামা দিয়েছেন। তারা ফ্ল্যাট বা বাড়ি প্রয়োজন বলে এই প্রক্রিয়া অনুসরণ করেছেন।’
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ৪ সেপ্টেম্বরের দিন ধার্য করেন। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জেরা প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে।
এর আগে ৩১ জুলাই এই মামলায় চার্জগঠন করা হয়েছিল। পৃথক তিন মামলায় আসামিদের মধ্যে ছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনাসহ মোট ১৭ থেকে ১৮ জন।