মাদকমুক্ত নির্বাচনের স্বার্থে ডাকসু প্রার্থীদের ডোপ টেস্টের প্রস্তাব

Published : ১৪:০৪, ২৪ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন চার সদস্য বিশিষ্ট আংশিক প্যানেলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।
রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধা ও নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে এই দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে এবি জুবায়ের ডাকসু কেন্দ্রিক বেশ কিছু দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে:
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের কেন্দ্র ল্যাবরেটরিতে ডোপ টেস্টের ব্যবস্থা করা।
কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটে এই ব্যবস্থা স্থাপন।
মনোনয়ন সংগ্রহ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।
ভোটারদের সুবিধার জন্য নির্দিষ্ট আইডি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ আইডি কার্ড দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা।
প্রার্থীদের মূল নামের পাশাপাশি পরিচিত নিকনেম ব্যবহার করার সুযোগ।
ব্যালট পেপারে প্রার্থীর নাম ও নম্বরের পাশাপাশি ছবি সংযুক্ত করা।
নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও সাইবার বুলিং থেকে রক্ষা করা।
মাদকাসক্ত কোনো প্রার্থী যেন নির্বাচিত না হতে পারে, এজন্য ডোপ টেস্টের ব্যবস্থা করা।
এবিসহ প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব উদ্যোগ নেওয়া হলে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও নিরাপদ হবে।
BD/AN