ম্যানসিটি-লিভারপুলের সঙ্গে একই গ্রুপে রিয়াল মাদ্রিদ

ম্যানসিটি-লিভারপুলের সঙ্গে একই গ্রুপে রিয়াল মাদ্রিদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৩৩, ২৮ আগস্ট ২০২৫

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে প্রত্যাশিত সাফল্য পায়নি রিয়াল মাদ্রিদ। তবে এবার নতুন কোচ জাভি আলোনসোর অধীনে ইউরোপ সেরার মুকুট ফেরত পেতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। কিন্তু গ্রুপ পর্বেই পড়েছে কঠিন পরীক্ষায়। কারণ ভিনি–এমবাপ্পেদের লড়তে হবে ইংলিশ দুই দাপুটে ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের বিপক্ষে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত ড্রয়ে একই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ, সিটি ও লিভারপুল। পাশাপাশি জায়গা করে নিয়েছে ইতালির শক্তিশালী দল জুভেন্টাসও।

এ গ্রুপে আরও রয়েছে বেনফিকা, ফ্রান্সের মার্শেই, গ্রিসের অলিম্পিয়াকোস, ফরাসি লিগ ওয়ানের মোনাকো এবং কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতি।

উল্লেখ্য, এবারের আসরের জন্য মোট ৩৬টি দল নিশ্চিত হয়েছে। সর্বশেষ প্লে-অফ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে ক্লাব ব্রুগ, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement