রাজনীতির মঞ্চ থেকে প্রেম, প্রেম থেকে সংসার

রাজনীতির মঞ্চ থেকে প্রেম, প্রেম থেকে সংসার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৫, ২৮ আগস্ট ২০২৫

প্রায় আড়াই বছর আগে কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারণার সময় প্রথম পরিচয় হয় জিভুন সান্দের ও লুইস জোন্সের। সেই পরিচয় থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা ধীরে ধীরে আরও গভীর হয়। গত বছর তারা যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। আর সম্প্রতি দুজন জীবনের নতুন অধ্যায়ে পা রেখে বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের লেবার পার্টির এই দুই এমপি আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের খবর ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লুইস জোন্স লেখেন, ‘আগস্ট মাসে আমি আমার অসাধারণ সঙ্গী জিভুন সান্দেরকে বিয়ে করেছি। আমাদের বিয়ে ছিল একেবারেই বিশেষ, যেখানে দুই ভিন্ন সংস্কৃতির ঐতিহ্য একসঙ্গে মিশে গেছে। এটি আমাদের নতুন জীবনের সূচনা আরও স্মরণীয় করে তুলেছে।’

তিনি আরও জানান, তার পদবি পরিবর্তন করে ‘সান্দের-জোন্স’ রাখা হবে। তবে আপাতত পার্লামেন্টের ই-মেইল ঠিকানা অপরিবর্তিত থাকবে, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমের নাম শিগগিরই বদলে যাবে।

বিবিসির খবরে বলা হয়েছে, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এক সপ্তাহ ধরে চলেছে, যাতে দুই ভিন্ন সংস্কৃতির নানা আচার-অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে জিভুন ও জোন্স প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। সেই সময় লুইস জোন্স লফবরোতে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন এবং জিভুন সান্দেরও সেখানে সক্রিয় ছিলেন।

গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জিভুন সান্দের বলেছিলেন, “যত আমি তাকে চিনেছি, তার প্রতি ভালোবাসা ততই বেড়েছে।” তিনি আরও উল্লেখ করেন, রাজনীতির কঠিন বাস্তবতা সম্পর্কে দুজনের সমান বোঝাপড়াই তাদের সম্পর্ককে মজবুত করেছে।

বর্তমানে জিভুন সান্দের লফবরো আসন থেকে সংসদ সদস্য এবং লুইস জোন্স উত্তর-পূর্ব ডার্বিশায়ার থেকে নির্বাচিত হয়েছেন। তবে তারা প্রথম সংসদ সদস্য দম্পতি নন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ও তার স্বামী, তৎকালীন শিক্ষামন্ত্রী এড বলস একসঙ্গে কাজ করেছেন।

এছাড়া কনজারভেটিভ দলের সাবেক স্বাস্থ্য মন্ত্রী ব্যারন ভার্জিনিয়া বটমলি ও তার স্বামী স্যার পিটার বটমলিও একই সময়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement