ঢাবি ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার: রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ

Published : ১৩:২৯, ২৭ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে। শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করার ঘটনায় জালালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের হাতে সোপর্দ করে। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিযুক্ত জালালকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে জালাল আহমদ হঠাৎ রুমে প্রবেশ করে রবিউল হকের ওপর ছুরি নিয়ে হামলা চালান। আহত রবিউল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রবিউল হক ঘটনার বর্ণনায় বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করছিল। আমি তাকে বলেছিলাম, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, তাই অযথা শব্দ না করতে। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ‘অবৈধ’ ও ‘বহিরাগত’ বলে গালাগাল শুরু করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরে আমি আত্মরক্ষার চেষ্টা করি।”
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানান, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্বও বাতিল করা হবে। তিনি আরও বলেন, রাতেই পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ এই ঘটনার প্রেক্ষিতে বলেন, “আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না। জালাল আহমদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ছিল। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সব বিষয় খতিয়ে দেখা হবে।”
BD/AN