নিহতদের পরিবারের অভিযোগ, হুমকি দিচ্ছে মাইলস্টোন প্রশাসন

Published : ১৬:১৫, ১২ আগস্ট ২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা বিচার, ক্ষতিপূরণ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধসহ ৮ দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) উত্তরার দিয়াবাড়ি গোল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুর্ঘটনা নিয়ে কোনো কর্মসূচি পালন না করতে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
নিহত শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহতের পরিবারকে ৫ কোটি টাকা এবং প্রতিটি আহতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও নিহতদের জন্য ২ কোটি টাকা এবং আহতদের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
এ ছাড়া রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন, কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও বিচার, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের সামনে প্রদর্শন এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনবসতিহীন এলাকায় সরিয়ে নেওয়ার দাবিও উত্থাপন করা হয়।
লিয়ন মীর অভিযোগ করেন, “অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে হুমকি-ধামকি। আমরা এতে ক্ষুব্ধ। দায়ীদের বিচার না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।”
পরিবারগুলোর দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
BD/AN