পুলিশ কর্মকর্তা সুমন রেজা দেখালেন সাহসিকতার দৃষ্টান্ত

পুলিশ কর্মকর্তা সুমন রেজা দেখালেন সাহসিকতার দৃষ্টান্ত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৩, ১৩ আগস্ট ২০২৫

ঢাকা মহানগরীর নিরাপত্তা রক্ষায় পুলিশের সদস্যরা প্রতিনিয়ত নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দায়িত্ব পালন করছেন। তারই একটি উজ্জ্বল উদাহরণ দেখান ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সুমন রেজা। মঙ্গলবার সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে একজন ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তিনি সাহসিকতার ও দায়িত্ববোধের পরিচয় দেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগের সূত্রে জানা যায়, ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর কর্তৃক একজন ছিনতাইকারীর হাতে ছুরি দেখতে পেয়ে তাকে আটক করার চেষ্টা করা হয়। ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে কারওয়ান বাজারের দিকে দৌঁড়ে পালাতে থাকে। তখন গাড়ি থেকে নেমে এডিসি সুমন রেজা ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করেন। অভিযানের সময় ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। আঘাতে তার ডান হাতের মধ্যমাংশে গুরুতর কাটা পড়ে, তবে তিনি ছিনতাইকারীকে আটকের চেষ্টা চালিয়ে যান।

পুলিশের এই সাহসিকতা শুধুমাত্র সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং অন্য সদস্যদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, এডিসি সুমন রেজা এবং তার সহযোগীরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় সাধারণ মানুষ পুলিশের সততা, দায়বদ্ধতা ও সাহসিকতার প্রশংসা জানিয়েছেন। এডিসি সুমন রেজার সাহসিকতা পুলিশ বাহিনীর নৈতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহানগরবাসী যাতে নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই দায়িত্বে পুলিশ প্রতিনিয়ত সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement